প্রাণের বইমেলার তৃতীয় দিন শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বইয়ের বেচাকেনা হয়নি খুব বেশি। তবে যেটুকু হয়েছে তার মধ্যে হুমায়ূন আহমেদের বইয়ের চাহিদাই সবচেয়ে বেশি বলে জানালেন প্রকাশকরা।মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অধিকাংশ ক্রেতাই হুমায়ূন আহমেদের বইয়ের দিকে ঝুঁকেছেন। তারা জনপ্রিয় এ কথা সাহিত্যিকের বিভিন্ন উপন্যাস, গল্পগ্রন্থ ও আত্মজীবনী রেখেছেন পছন্দের শীর্ষে।