সরকারের আশ্বাসের পরও পঞ্চাশ হাজারেরও বেশি প্রবাসীর সৌদি আরব যাত্রা অনিশ্চিত। ভিসা এজেন্সিদের সংগঠন বলছে, কাগজ-পত্রের জটিলতায় এখন পর্যন্ত একজনও ভিসা রি-ইস্যুর আবেদন করতে পারেনি। সংগঠনটিন নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে দ্রুত এ সঙ্কট নিরসন করতে না পারলে সৌদিতে কাজ হারাবে প্রায় অর্ধলক্ষ বাংলাদেশি শ্রমিক।