বাংলাদেশের বড়পুকুরিয়ার খনি থেকে কয়লা চুরির ঘটনা কেন এতদিন গোপন রাখা হয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে সরকার কর্তৃপক্ষকে তদন্ত করতে বলেছে।দিনাজপুরের ঐ খনি থেকে প্রায় দেড় লাখ টন কয়লা গায়েব হয়ে যাওয়ার খবর সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে এনিয়ে তোলপাড় চলছে।সরকারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, এতো কয়লা রাতারাতি গায়েব হয়ে যেতে পারে না।