
চট্টগ্রাম:সড়কে তল্লাশিকালে নগরীর পাঁচলাইশ থানার এএসআইকে গুলির ঘটনায় খোকন চৌধুরী (২৪), আয়মান জিহাদ (২২) ও মাহিকে (১৮)গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। তবে অস্ত্রটি এখনো উদ্ধার করা যায়।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ খান জানান, পেশাদার ছিনতাইকারী খোকনই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। তাকে আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়েছে।এ ছাড়া আনোয়ারা থেকে এ লেভেলের ছাত্র আয়মান জিহাদ এবং এসএসসি পাস মাহিকে পাঁচলাইশ থানাধীন রহমাননগর থেকে গ্রেফতার করা হয়েছে।