
আমারি ঢাকা’র ভ্যালেন্টাইন অফারভ্যালেনটাইন ডে উপলক্ষে কাপলদের জন্য স্পেশাল ডিনার ও স্পা প্যাকেজের বিশেষ অফার নিয়ে এসেছে তারকা হোটেল ‘আমারি ঢাকা’।অত্যাধুনিক এই হোটেলটির ফুড গ্যালারিতে থাকছে স্পেশাল ডিনার অফার মাত্র ৫০০০ টাকায়। এছাড়াও কাপলদের জন্য থাইব্রিজ স্পা তে থাকছে একটি কিনলে আরেকটি ফ্রি অফার।
সঙ্গে উপভোগ করতে পারবেন ইতালিয়ান, থাই, জাপানিজ, চাইনিজ,ও ইন্ডিয়ান লাইভ কিচেন ফুড।অফারটি চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে।