
প্রকৌশলী নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কাগজপত্র বাছাই শেষে নির্বাচিতরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) পদের মৌখিক পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি , সহকারী প্রকৌশলী (সিভিল) পদের পরীক্ষা ২০ ও ২২ ফেব্রুয়ারি, উপ-সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) পদের ২৫ ফেব্রুয়ারি এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদের পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে বেলা ১১ টায় পরীক্ষা আরম্ভ হবে। বিসিআইসি ভবনের পঞ্চম তলায় করফারেন্স কক্ষে পরীক্ষা নেওয়া হবে।প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন আবেদনের কপি এবং সব সনদের মূলকপি সাথে আনতে হবে।